২৯/০৩/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে জেলা বীজ প্রত্যয়ন অফিস, বীজ প্রত্যয়ন এজেন্সী, রাজশাহীর আয়োজনে প্রশিক্ষণ হল রুম আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস, রাজশাহী অঞ্চল, রাজশাহীতে ২০২৩-২৪ অর্থ বছরে বীজ উৎপাদনকারী ও স্টেক হোল্ডারদের ‘‘মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ এবং সমন্বিত বাজার মনিটরিং’’ শীর্ষক দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. টি. এম সাইফুল ইসলাম, যুগ্ম সচিব, সম্প্রসারণ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহমেদ শাফী, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী, গাজীপুর মহোদয়।